• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

করোনা: রোগী ও স্বজনদের সচেতন করছেন ঠাকুরগাঁওয়ের শুভ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন ওই কেন্দ্রে এফডাব্লিউভি পদে কর্মরত মেহেবুবা  শিরীন শুভ। রবিবার ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গেলে এমন চিত্র চোখে পড়ে। 

তিনি জানান, চিকিৎসা কেন্দ্রে আসা গ্রাম অঞ্চলের অনেক রোগীরাই করোনা সম্পর্কে জানেন না। প্রশাসনের লোকজনের প্রচারণা এখন পর্যন্ত অনেকের কানে পৌছালেও কিভাবে করোনা প্রতিরোধ করতে তার ধারণা নেই। ওই সমস্ত রোগী ও স্বজনদের কিভাবে হাত ধুয়ে করোনা প্রতিরোধ করা যায়। 

করোনা সংক্রমণ থেকে বাঁচতে কিভাবে সরকারি নির্দেশনা মনে চলে ঘরের ভিতর থাকতে হবে, সে বিষয়ে ধারণা প্রদান করছি। তার এমন প্রচারণা কার্যক্রমে বেশ সাড়া ফেলেছে ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে।