• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সেই রোজিনার পাশে ঠাকুরগাঁও পুলিশ সুপার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

তিন দিন ভাত চোখে দেখেনি। আড়াই বছরের শিশু সন্তানকে নিয়ে সহযোগিতার জন্য আকুতি করা একটি ভিডিও ও তিন দিন ধরে ভাত খায়নি ঠাকুরগাঁওয়ের রোজিনা শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায়। সংবাদটি প্রকাশ এবং ভিডিও ফেসবুকে আপলোড করার কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। 

ভিডিও দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মুনিরুজ্জামান। ভিডিও ধারণ করা সাংবাদিক জুনাইদ কবিরের মাধ্যমে নিজ কার্যালয়ে রোজিনাকে ডেকে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাবার প্রদান করেন। এছাড়াও পাশাপাশি রোজিনার কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি স্যালাই মেশিন প্রদান করেন পুলিশ সুপার। 

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মুনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছে। রোজিনার ভিডিও দেখে খুব মর্মাহত তিনি। রোজিনার খোজ নিয়মিত রাখবেন জানিয়ে সমাজের সকল মানুষকে দুস্থদের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।