• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

পহেলা বৈশাখ উদযাপিত হল ডিজিটাল পদ্ধতিতে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম পরিহারের লক্ষ্যে সারাদেশে ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৭-কে স্বাগত জানানো হয়।

এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘এসো হে বৈশাখ’ শীর্ষক একটি বর্ষবরণ অনুষ্ঠান নির্মাণ করে যা মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন-সহ অন্যান্য বেসরকারি চ্যানেলে একযোগে সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪২৭-এর আগমন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শুভেচ্ছা বক্তব্য দেন। 

এর আগে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ শীর্ষক দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে একে একে রেজওয়ানা চৌধুরী বন্যা রজনীকান্ত সেনের ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ এবং ইয়াসমিন মুশতারী নজরুল সংগীত ‘মৃত্যু নাই- নাই দুঃখ, আছে শুধু প্রাণ’ পরিবেশন করেন। সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এরপর ‘আগুন জ্বালো আগুন জ্বালো’ শীর্ষক রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সাদী মোহাম্মদের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা’ পরিবেশনের পর সামিনা চৌধুরী গেয়ে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও’।

সবশেষে বাউল শিল্পী শফি মন্ডল পরিবেশন করেন জনপ্রিয় গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’। পূর্বের বছরসমূহের উৎসবমুখর বৈশাখ উদ্‌যাপনের ফুটেজ প্রচারের মধ্য দিয়ে প্রায় এক ঘন্টার এ অনুষ্ঠান শেষ হয়। রেজওয়ানা চৌধুরী বন্যা ও ডা. নুজহাত চৌধুরী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।