• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে করোনায় আক্রান্ত পিতা-পুত্র সুস্থ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২০  

লালমনিরহাটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা ৭ বছরের পুত্র সন্তান সালমান হোসেন এখন সুস্থ। দুই জনে সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তাদের করোনার নতুন রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তারা হাসপাতাল থেকে কাল রবিবার বাড়ি যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। 

লালমনিরহাট সিভিল সার্জন হেল্প ডেস্ক সুত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলামের শরীরে গত ১০ এপ্রিল প্রথম করোনা ভাইরাস সংক্রামন ধরা পড়ে। কামরুল ইসলাম জেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এর দুই দিন পর তার সংস্পর্শে আসা বাড়িতে থাকা তার ৭ বছর বয়সী পুত্র সালমান হোসেনের শরীরেও করোনা ভাইরাস ধরা পড়ে। সালমান হোসেন জেলার ২য় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। পিতা-পুত্র দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করে করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হয়। ১৪ দিন চিকিৎসা গ্রহনের পর তাদের ২য় বার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। বৃহস্পতিবার পিতা কামরুল ইসলামের করোনা সংক্রামনের ২য় রিপোর্ট নেগেটিভ আসে এবং শুক্রবার পুত্র সালমান হোসেনের করোনা সংক্রামনের ২য় রিপোর্ট নেগেটিভ আসে।  ফলে জেলার ১ম ও ২য় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এখন করোনা মুক্ত ও সুস্থ। তারা কাল রবিবার হাসপাতাল থেকে বাড়ি যেতে পারে। 

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নিমর্লেন্দু রায় বলেন, জেলার প্রথম করোনায় আক্রান্ত কামরুল ইসলামের ১৪ দিন চিকিৎসার পর ২য় বার নমুনা পরীক্ষায় সব রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সম্পুর্ণ করোনা মুক্ত। তার পুত্র সালমান হোসেনেরও দুইটি রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই রোববার পিতা-পুত্র দুই জনেই বাড়ি যেতে পারে।