• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

গুজব ছড়ানোর অভিযোগে দিনাজপুরে গ্রেফতার ১ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২০  

দিনাজপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ।

কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিদ্রুপ মন্তব্য ও অশালীন কুরুচিপূর্ণ গালাগাল  এবং মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন আপেল। আপেলের বাড়িতে অভিযান চালিয়ে শনিবার রাত ১টার দিকে তাকে গ্রেফতার ও তার ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আপেল তার অপরাধের কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, আরাফাত আলী আপেলের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে । 

আটক যুবকের নাম আরাফাত আলী আপেল। সে দিনাজপুর জেলার বিরল উপজেলার  সাহাপাড়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে।