• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

অসহায়দের সহায়তায় ফান্ড গঠনের লক্ষ্যে রংপুরে ব্যবসায়ীদের মতবিনিময় 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২০  

করোনা সংকট মোকাবিলায় রংপুরে দিনমজুর, শ্রমিক, রিক্সাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের ফান্ড গঠনের লক্ষ্যে রংপুর চেম্বারের পরিচালনা পর্ষদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের মতবিনিময় সভা হয়।  গতকাল রোববার রংপুর চেম্বারের বোর্ড রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। 

ব্যবসায়ী নেতারা এ পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে ত্রাণ সহায়তা প্রদানে একমত হন। পরে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের পক্ষ থেকে রংপুরের বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্র, গরিব, দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, ল্যাব এইড ডায়াগনোস্টিক সেন্টারের শাখা ব্যবস্থাপক এন এম শাহানুর রহমান, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আশরাফুল আলম আল আমিন, বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারীজ মার্চেন্ট এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি শাহনেওয়াজ রহমান লাবু প্রমুখ।