• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২০  

দিনাজপুরের দাউদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৯ লাখ ৫৮হাজার ৫০০ টাকা। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে দাউদপুর বিওপির টহলটিম এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল কর্তৃক সীমান্ত মেইন পিলার ২৯০/২৭-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দাউদপুর (বিরামপুর, দিনাজপুর) এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। 

তিনি আরো বলেন, অভিযানে চোরাকারবারী কর্তৃক বাঁশ ঝাড়ের মধ্যে মাটির নিচে পুতে রাখা ভারতীয় ফেনসিডিল ২ হাজার ২৬৫ বোতল এবং ১৫ কেজি গাঁজাসহ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।