• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

করোনা: ছুটি বাড়লো ১৬ মে পর্যন্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২০  

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বাড়ার কারণে সাধারণ ছুটি আরো ১১ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৬ মে পর্যন্ত থাকবে ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি বাড়িয়ে সোমবার (৪ মে) প্রজ্ঞাপন জারি করেছে।

সাধারণ ছুটিকালীন জরুরি পরিষেবা ছাড়াও গণপরিবহন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যেই পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শিল্পকারখানাও খোলা যাবে বলে রবিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ছুটিতে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস খোলা রাখা হয়েছে। সীমিত পরিসরে মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তরগুলো ছাড়াও মাঠ পর্যায়ের অফিসগুলো খোলা রাখা থাকবে।