• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

রংপুরে আরও তিনজন করোনা থেকে সুস্থ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২০  

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও তিনজন বাড়ি ফিরলেন। রোববার (৩১ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই তিনজনকে ছাড়পত্র দেয়া হয়।

ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- আনসার সদস্য গোলাম রব্বানী (৩৮) ও সাইফুল ইসলাম (২৫) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে কর্মরত সুভাষ চন্দ্র রায় (৩৬)। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তােদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী বলেন, সাইফুল ইসলাম ১৩ মে, গোলাম রব্বানী ১৫ মে এবং সুভাষ চন্দ্র রায় ১৮ মে রংপুরে করোনায় আক্রান্ত হয়ে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। তিনজনের শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পর পর দুই বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় রোববার তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

এ নিয়ে মোট ৬৮ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।