• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

তারাগঞ্জের দুই ইউনিয়নে উপ-নির্বাচন ২০ অক্টোবর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আরেকটি ইউনিয়ন পরিষদে সদস্যের (মেম্বার) শূন্য পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তারাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মঞ্জুরুল কাদের সবুজ চৌধুরী ও সয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমের মৃত্যুর কারণে পদ দুটি শূন্য হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে শূন্য হওয়া ওই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণাসহ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর। এছাড়া প্রার্থী প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর। আর ভোটগ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

ইউএনও আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে সহায়তা করবে। এরইমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।