• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

রংপুরে অভিবাসী কর্মীদের বিশেষ পুনর্বাসন ঋণ সেবা চালু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের বিশেষ পুনর্বাসন ঋণ সেবা চালু করেছে রংপুর জেলা প্রশাসন। 

সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিবাসী কর্মীদের পুনর্বাসন ঋণ নীতিমালা-২০২০ এর আওতায় জেলার ৪ জন অভিবাসীকে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। 

জুম অ্যাপের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান।