• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় ভুয়া চিকিৎসককে ৯০ হাজার টাকা জরিমানা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

গাইবান্ধা সদর হাসপাতাল সড়কের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে মোরশেদ আলম (৫৫) নামে এক ভুয়া চিকিৎসককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করে। আটককৃত মোরশেদ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
জানা গেছে, মোরশেদ আলম ওই ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজ নামে চিকিৎসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন ওই ভুয়া চিকিৎসককে ৯০ হাজার টাকা জরিমানা করেন। আর কখনোই এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিলে মোরশেদ আলমকে ছেড়ে দেয়া হয়।