• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

‘ভবিষ্যতে বাংলাবান্ধা হয়ে চার দেশের সাথে রেল যোগাযোগ হবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, আমাদের ভারতের সাথে তিনটি সেকশনে যোগাযোগ, আমরা শিলিগুড়ি সঙ্গে যাতে এই ট্রেনটি বাংলাবান্ধা হয়ে স্থাপিত হতে পারে, ইতিমধ্যে ভারত সরকারের সাথে কথা হয়েছে , তারা আগ্রহ প্রকাশ করেছে। শিলিগুড়ি থেকে পঞ্চগড় রেল সম্প্রসারনের ব্যবস্থা করা যায় কিনা, যাতে ভবিষ্যতে নেপাল ভুটান, ভারত-বাংলাদেশ মিলে এই চারটি দেশ এই ট্রেনের সুবিধা পাবে। ইতি মধ্যে ৫০ হাজার মেট্রিক টন সার নেপালকে দেয়া হবে, এই ট্রেন পরিবহনের মাধ্যমে। 

এছাড়াও রংপুর থেকে সিদ্ধালাল-রাজশাহী দিক থেকে সরাসরি নেপাল পর্যন্ত, পর্যায় ক্রমে ট্রেনে টেনে নিয়ে যাবে। ভবিষ্যতে যদি এটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় তাহলে শুধু ভারত নয়, নেপাল, ভুটানের সঙ্গেও বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপন হবে এবং চার দেশীয় একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। 

বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনে পঞ্চগড় টু রাজশাহী ট্রেন চলাচলের উদ্বোধনীয় অনুষ্ঠানে এসব কথা বলেন। 

এ সময় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেলপথ মন্ত্রনালযেল সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ,পুলিশ সুপার ইফসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল-তারেক, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।