• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ছেলে-মেয়েসহ ডোবায় মায়ের লাশ: তিন পাতার চিরকুটে রহস্য

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০  

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ডোবা থেকে দুই ছেলে-মেয়ে ও মায়ের লাশ উদ্ধারের ঘটনায় তিন পাতার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটটি নিহত নারী লিখেছেন। নোটের লেখার সঙ্গে তার হাতের লেখার মিল রয়েছে। চিরকুটে পারিবারিক কলহ ও ঋণের বিষয়টি উল্লেখ করেছেন ওই নারী।

রানীশংকৈল থানা ওসি জাহিদ ইকবাল জানান, পুরো বাড়ি খোঁজার পর নিহত নারী ছেলে আরাফাতের খাতায় তিন পাতার একটি চিরকুট পেয়েছেন তারা। চিরকুটটি পর্যালোচনা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মামলার সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো জানান, এর আগেও দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ওই নারী। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পিবিআই, সিআইডি।

বৃহস্পতিবার ভোরে রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শেয়ালডাঙ্গী গ্রামের একটি ডোবা থেকে আরিদা, তার চার বছর বয়সী ছেলে আরাফাত ও ১০ বছর বয়সী মেয়ে আকলিমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিদার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে।