• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় অরক্ষিত ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অরক্ষিত ট্যাংকে পড়ে হাসান আলী (২৯) ও হাবিবুর রহমান (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির বাইরের শৌচাগারে যান হাবিবুর রহমান। সেখান থেকে ঘরে ফেরার পথে বাড়ির উঠানে পানি নিষ্কাশনে ব্যবহৃত পানির ট্যাংকে পা পিছলে পড়ে যান তিনি।

তার চিৎকার শুনে তাকে উদ্ধারে ট্যাংকে নামেন বড় ভাই হাসান আলী ও প্রতিবেশী মিন্টু মিয়া। সেখানে তারাও আটকা পড়েন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ও পরিবারের অন্য সদস্যরা সেখানে গিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালান।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিনজনকে উদ্ধার করে। পর্যাপ্ত অক্সিজেন না থাকায় হাসান ও হাবিবুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর মিন্টুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।