• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে অপহরণের চারদিন পর শিশু জোয়ায়েদকে উদ্ধার করেছে পুলিশ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

রংপুরে অপহরণের চারদিন পর এক বছরের শিশু জোয়ায়েদকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রুবিনা আক্তারকে (২০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টার দিকে নীলফামারী জেলার কুমড়া খাওয়ার মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশু জোয়ায়েদ বদরগঞ্জ উপজেলা দামোদরপুর ইউনিয়নের চকপলাশবাড়ীর মাঝাপাড়ার আনিসুর রহমানের ছেলে। গ্রেফতার রুবিনা আক্তার একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ নভেম্বর) শিশু জোয়ায়েদকে কোলে নিয়ে বেড়ানোর কথা বলে কৌশলে পালিয়ে যায় রুবিনা আক্তার। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির পরিবার ওইদিন সন্ধ্যায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। একপর্যায়ে ঘটনার চারদিন পর শিশু জোয়ায়েদকে নীলফামারী থেকে উদ্ধার ও অপহরণকারী রুবিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, শিশু জোয়ায়েদকে কৌশলে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। নীলফামারী থেকে শিশু জোয়ায়েদকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।