• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

রংপুরে গ্রিজ ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

রংপুরে নিয়মাবলীর বাহিরে গিয়ে গ্রিজ উৎপাদনের অভিযোগে ‘গ্রিজ কর্নার' নামক একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ অভিযানের পরিচালনায় ছিলেন মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিন লাখ টাকার মালামাল জব্দ করে।

এর আগে সোমবার(১৫ নভেম্বর) বিকালে তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ সাজাপুরে অবস্থিত 'হাবিবা গ্রিজ কর্নার' নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে 'হাবিবা গ্রিজ কর্নার' নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেসময় কারখানাটি পরিবেশের ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র দেখাতে পারেনি। গ্রিজ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা ছিল না। হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিলো না। এছাড়াও নকল মোড়কে গ্রিজ তৈরি করে বাজারে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীনের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষন অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানের মালিক হোসনে আরা বেগমকে ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে প্রায় ৩ লাখ টাকার মালামাল জব্দ ও ধংসসহ সকল ত্রুটি সংশোধন করে ফ্যাক্টরিটির কার্যক্রম পরিচালনা করার আদেশ দেয়া হয়।