• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

চিরিরবন্দরে পরীক্ষাকেন্দ্রে জ্ঞান হারাল এসএসসি পরীক্ষার্থী       

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন জ্ঞান হারিয়ে ফেলে এক এসএসসি পরীক্ষার্থী। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরই অসুস্থ হয়ে পড়ায় বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিলেও লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেনি সেই পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে শ্রী তনুশ্রী রায় (১৬) নামের ওই পরীক্ষার্থী মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তনুশ্রী উপজেলার দুর্গাডাঙ্গা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পরে বিষয়টি পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক কেন্দ্রসচিবকে অবহিত করলে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত টেনশনে ছিল। তাই প্রেসার বেড়ে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে সে।

চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মাহাতাব সরকার জানান, অসুস্থ শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে পরীক্ষা দিতে পেরেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জীবন বাঁচানো ফরজ। আগে জীবন, পরে পরীক্ষা। বহু নির্বাচনী পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষা পুরোটা দিতে পারেনি।