• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

পৃথক মাদক বিরোধী অভিযানে রংপুরে ৪ মাদক কারবারি গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

রংপুর নগরীতে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় পৃথক তিনটি অভিযানে এক কেজি গাঁজা, ৫০০ এম্পুল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় ইনজেকশন ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার(৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার গোপলপুর এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে ইউনুছ আলী (৩১),রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সাহেব উদ্দিনের ছেলে হাসান আলী (৪৭), পীরগঞ্জ উপজেলার সামছুল উদ্দিনের ছেলে নুরুজ্জামান লাভলু (৩২) ও দিনাজপুর জেলার বিরল উপজেলার গগনপুর মধ্যপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে সাহিনুর ইসলাম (৩৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি প্রথম অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য এক কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ ইউনুছ আলী (৩১) গ্রেফতার করা হয়। অপর আরেকটি অভিযানে ৫শ এম্পুল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় ইনজেকশনসহ হাসান আলীকে ও মডার্ণ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ বোতল ফেন্সিডিলসহ সাহিনুর ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অতি. উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন,রংপুর মহানগরী এলাকায় সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।