• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২  

অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেদী হাসান ওরফে রাব্বিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।
শনিবার ঢাকার আশুলিয়া এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় এক কিশোরীকে।

রোববার বিকেলে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২০১৮ সালের ১০ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলায় মেহেদী হাসান ওরফে রাব্বিকে তার অনুপস্থিতে যাবজ্জীবন সাজা দেয় আদালত। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর গত বছরের ২০ অক্টোবর রাব্বি এক কিশোরীকে অপহরণ করে নিয়ে বিয়ে করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় আরো একটি অপহরণ মামলা দায়ের করেন ঐ কিশোরীর পরিবারের এক সদস্য।

পরে র‌্যাব-১৩ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর সহযোগিতায় শনিবার সকালে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের সামনে থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মেহেদী হাসান ওরফে রাব্বি ঐ কিশোরীকে জোর করে অপহরণের কথা স্বীকার করেন।