• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২২  

ঠাকুরগাঁয়ের টাঙ্গন ব্যারেজ, বুড়ির বাঁধ ও ভুল্লি সেচ প্রকল্প সমূহের পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

এই প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২৯৬ কোটি টাকা এবং এর মেয়াদ ধরা হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।  

এসময় সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে বাংলাদেশকে পরিণত করার জন্য সকলকে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেছেন, ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পটি কৃষি প্রকল্প। কৃষিজাত দ্রব্য সহজে যেন উৎপাদন হয় সেদিক লক্ষ্য রেখে পানিউন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে। কোনভাবেই যেন এই প্রকল্পের কাজে ব্যাঘাত না ঘটে।

ঠাকুরগাঁওয়েও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহারের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক  মুখলেসুর রহমান, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ।