• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সৈয়দপুরে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২  

প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ মহিলাদের নীলফামারী জেলা পারিষদের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সৈয়দপুর উপজেলার শহরের বাঙ্গালীপুর এলাকায় ২০২০-২১ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় ১০ জন নারীর হাতে সিঙ্গার সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। 

এ সময় জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর সরকার উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদকে সক্রিয় করেছেন সাধারণ মানুষের উপকারের জন্য। নানা প্রকল্পের মাধ্যমে আমরা দুঃস্থ, অসহায়, প্রশিক্ষিত ও দুর্যোগগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি। তারই অংশ হিসেবে এই সেলাই মেশিন দেয়া হচ্ছে, যাতে কাজ তারা নিজেদের স্বাবলম্বী করে কিছু উপার্জন করতে পারে।