• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস পালিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২২  

উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুরে পালিত হলো বিশ্ব রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস পালিত।
রবিবার বিশ্ব রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। 

রবিবার সকাল ১০টায় শহরের পাহাড়পুর ইউনিট কার্যালয় জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। 

দিবসটি উপলক্ষে আয়োজিত ২টি গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুরা হলেন নাহিয়ান ইসলাম, হুমায়ারা ইসরাত, আরোহী, নুহা, ইনায়া ও চাদনী। এদের অনুষ্ঠান শেষে হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

ইউনিটের নিজস্ব মিলনায়তনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ইউনিটের সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য, কামরুল হুদা হেলাল, ডাঃ আব্দুল করিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক শেখ মাহাতাব উদ্দিন মুকুট, আজীবন সদস্য আলেয়া বেগম স্বপ্না, যুব রেডক্রিসেন্ট’র বিশাল গুপ্ত এবং ইউনিট লেবেল অফিসার মোঃ ফজলুল করিম প্রমুখ।