• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২  

ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম সৌরভ (২৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন।

সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ ও রংপুর সদর উপজেলার সিও বাজারের আবুল কাশেমের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান শিক্ষার্থী সৌরভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌরভ দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার দুপুরে পরীক্ষা শেষে তাজুদ্দিন আহমেদ হলে নিজের রুমে এসে ব্যায়াম করছিলেন। ব্যায়াম করার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।