• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

পঞ্চগড়ে সামান্য তাপমাত্রা বাড়লেও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। ফলে শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। মঙ্গলবার সকাল থেকে কুয়াশায় ঢাকা রয়েছে সূর্য। জেলায় আজ সকাল ৯টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, জেলায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে সামান্য বেড়েছে তাপমাত্রা। কুয়াশার কারণে তাপমাত্রা বেড়েছে। গত ৬ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। জেলার ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রাবাহ হচ্ছে। 

এদিকে, শীত প্রকোপে বেড়েছে শীতজনিত রোগ। ঘরে ঘরে জ্বর, সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।