• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

৬ ঘণ্টা পর ঢাকা-চিলাহাটি ট্রেন চলাচল শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

ঢাকা-চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় ট্রেন চলাচল।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে একই লাইনে থাকা মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় ট্রেন যোগাযোগ।

চিলাহাটি স্টেশন মাস্টার নাজনীন পারভীন বলেন, দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে চিলাহাটি থেকে মিতালী এক্সপ্রেস ট্রেন। এর মাধ্যমে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভারতের হলদিবাড়ি থেকে চিলাহাটি পর্যন্ত ভারতীয় ইঞ্জিন ট্রেনটি বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসে। এরপর ইঞ্জিন পরিবর্তন করা হয়। পরে ট্রেনটি বাংলাদেশি ইঞ্জিনের মাধ্যমে ঢাকায় নেয়া হয়।