• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

লালমনিরহাটে রাতের আঁধারে ছিন্নমূলদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন এসপি 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

লালমনিরহাটে রাতের আঁধারে ছিন্নমূলদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন এসপি        
লালমনিরহাটে শীতে ঠান্ডার প্রকোপ অনেকটা বেশি। ঠান্ডায় কাহিল এসব ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছে জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার তিস্তা রেলস্টেশনের ছিন্নমূলদের গায়ে শীতের বস্ত্র কম্বল জড়িয়ে দেন এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি রাতের আঁধারে নিজ গাড়িতে শীত বস্ত্র কম্বল নিয়ে বেরিয়ে পড়েন। নিজে স্টেশন, হাট বাজার, পথ ঘাটে ঘুরে ঘুরে দুস্থ অসহায় ছিন্নমুলদের শরীরে নিজে জড়িয়ে দেন কম্বল। বুধবার মধ্যরাতে সদর উপজেলার তিস্তা বাজার, তিস্তা বাস টার্মিনাল, টোল প্লাজা ও তিস্তা রেল স্টেশনের থাকা ভবঘুরে ছিন্নমুল অসহায়দের হাতে কম্বল তুলে দেন তিনি।

অসহনীয় ঠান্ডায় দুর্বিসহ জীবনে শীতের গরম কাপড় কম্বল পেয়ে বেশ খুশি এসব ছিন্নমুল অসহায় মানুষগুলো। সরকারি ও বেসরকারিভাবে বিতরণ করা শীতবস্ত্র বঞ্চিতদের খুঁজে খুঁজে বের করে নিজ হাতে কম্বল তুলে দেয়ায় পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সচেতনমহল।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সদর থানার ওসি এরশাদুল আলম।