• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিকআপকে সাইড দিতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২০

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

পিকআপকে সাইড দিতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২০                 
রংপুরে পিকআপকে সাইড দিতে গিয়ে বাস উল্টে রফিকুল ইসলাম নামে ৫০ বছর বয়সী এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।

শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইছলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইছলারহাট এলাকায় বিপরীত থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি সড়কের ওপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। এ সময় আহত হন আরো ২০ যাত্রী। এর মধ্যে সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা।