• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

 
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

রবিবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ ভার্চুয়ালি এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রাণি প্রর্দশনীতে ৪৩টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ঘোড়াসহ বিভিন্ন গবাদী পশু ও গৃহপালিত প্রাণি প্রর্দশন করেন।