• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দীর্ঘ ছুটি কাটিয়ে বাংলাবান্ধা বন্দরের আমদানি-রফতানি আবার শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

ঈদুল আজহাসহ বিভিন্ন ছুটি উপলক্ষে টানা দশদিন পঞ্চগড় তেতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ ছিলো। দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হচ্ছে। তবে এই বন্ধে ইমিগ্রেশন পাসপোর্ট কার্যক্রম স্বাভাবিক ছিলো। 

রোববার পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদী হাসান খান বাবলা জানান, আমদানি-রফতানি অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটির সঙ্গে মোট দশ দিন বন্দর আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ ছিলো।