• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

রংপুর রেঞ্জ পুলিশে আবারও কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯  

দূর্ঘটনা হ্রাস, হেলমেট পরিধান ও যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মত কুড়িগ্রাম জেলা বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ট্রাফিক ইউনিট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা হওয়ার গৌরব অর্জন করেছে।

রংপুর রেঞ্জের ডিআইজ দেবদাস ভট্টাচার্য কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের টিআই এ্যাডমিন মোঃ জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এসময় রংপুর রেঞ্জের কমান্ড্যান্ট মো: মেহেদুল করিম পিপিএম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো: মেনহাজুল আলমসহ রংপুর রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজণশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব-মহলে। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে কুড়িগ্রাম পুলিশ অনন্য ভুমিকা রাখায় এ গৌরব অর্জন করে।