– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

লালমনিরহাটে চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

 
লালমনিরহাটে চালের বস্তার ভেতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মমিনুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক মমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার অন্বেষা ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের ভাগনে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পৌঁছালে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বাসটি তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি চালের বস্তা তল্লাশি করা হয়। চালের বস্তায় নগদ টাকা দেখে সন্দেহ বেড়ে যায় পুলিশের। সন্দেহজনকভাবে তার মালিক মমিনুলকে আটক করে উদ্ধার হওয়া ৩৮ লাখ টাকা জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মমিনুল ইসলাম পুলিশকে জানান, তার মামার অন্বেষা কনস্ট্রাকশনের রড-সিমেন্ট কিনতে এসব টাকা ঢাকায় নেওয়া হচ্ছে। নিরাপত্তার কারণে টাকাগুলো চালের বস্তায় নেওয়া হয়েছে। তবে ব্যাংকে লেনদেন না করে চালের বস্তায় টাকা পরিবহনের কোনো সদুত্তর দিতে পারেননি আটক ব্যক্তি।

এদিকে অন্বেষা কনস্ট্রাকশনের মালিককে থানায় ডাকা হয়েছে। টাকার রহস্য উদঘাটন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি এরশাদুল আলম।