• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ছুটির সকালে সড়কে গেলো ছয় প্রাণ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

লালমনিরহাট, খুলনা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে শিশু, স্বামী-স্ত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

লালমনিরহাট: জেলার সদর উপজেলায় শুক্রবার সকালে বাসের ধাক্কায় ট্রাকের সহকারী চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউপির উমাপতি হরনারায়ন এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান ও রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার সহকারী ট্রাক চালক আবুল কাশেম।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা: জেলার সদরে সড়ক মেরামতের কাজে নিয়োজিত বালুবাহী ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের এসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কয়রা উপজেলার নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রোমেছা বেগম (৪০)।

ফেনী: জেলার সদর উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল আটটার দিকে লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার কবির হোসেন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।