• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন, ঘটনাস্থল পরিদর্শন নৌ- পরিবহন মন্ত্রী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র অগ্নিকাণ্ডের ঘটনাস্থল শুক্রবার বিকেলে পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক।

তারা এসময় বিভিন্ন গুদাম পরিদর্শন করে আগুনের ক্ষয়ক্ষতির অবস্থা ঘুরে দেখেন।

মন্ত্রী শাহজাহান খান বলেন, আগুনে গুদামে থাকা বিপুল পরিমান প্লাস্টিকের পাইপ, কেমিক্যাল পুড়ে নষ্ট হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকায় ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে আরো কয়েকটি ইউনিট আনা হয়েছে। শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে এসে পড়বে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের বিআইডব্লিউটিএ’র গুদাম এলাকায় চার নং গুদামের পাশে ড্রেজিংয়ের প্লাষ্ট্রিকের পাইপ থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা দগ্ধ হয়নি।