• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

গাইবান্ধায় যুব উন্নয়নে সরকারি উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

গাইবান্ধায় যুব উন্নয়নে সরকারি উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে অবলম্বন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ জেলা আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাহফুজার রহমান, জনউদ্যোগ জেলা সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, ইয়ুথ লিডার মেহেদী হাসান, সান্তনা রবিদাস, রিসা আকতার রুহি, শিউলী আকতার প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, যে কোনও দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। মনে রাখতে হবে বয়স্ক ব্যক্তিরা ইতিহাস লেখেন আর যুবকরা ইতিহাস তৈরি করে। যুবসমাজই একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। যুব সমাজকেই তরুণ প্রজন্মের রক্ষা করার জন্য কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সরকারি কাজের সাথে পরিচিত করতে হবে এবং তাদের জন্য ইন্টার্নশিপ এর আয়োজন করতে হবে।

সেই সাথে যুবকদের জন্য গ্রামে গ্রামে আত্মকর্মসংস্থান এর ব্যবস্থা করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবপ্রশিক্ষণসহ বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।