• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও সমাবেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

সারাদেশে দুর্নীতি বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে নীলফামারীতে র‌্যালী ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলো’।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে দুর্নীতি বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন আলো এবং সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণের যৌথ ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত ও ধন্যবাদ জানায়। পরে র‌্যালিটি জেলা শহরের বাজার ট্রাফিক মোড় থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুড়ালের সামনে সমাবেশে মিলিত হয়।

আলো’র সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান রাফিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আলো’র প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এছাড়াও ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ও আলো’র উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা বাবু বঙ্কু বিহারী রায়, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও তাঁর বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তরা বলেন,‘ ঢাকাসহ সারাদেশে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চলছে সেই অভিযান নীলফামারী জেলাতেও পরিচালনা করা হোউক। কর্মসূচিতে সর্বস্তরের মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।