• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শুল্ক অধিদফতরে ১০ পেঁয়াজ আমদানিকারক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

আমদানি করা পেঁয়াজের মজুদ, বিক্রি, দাম বৃদ্ধির তথ্য খতিয়ে দেখতে ১০ আমদানিকারককে শুল্ক গোয়েন্দা অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় ব্যবসায়ীরা আগস্ট থেকে আমদানি করা পেঁয়াজের তথ্য তুলে ধরছেন বলে জানা গেছে।

এর আগে আমদানি করা পেঁয়াজের বিক্রয়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ৪৭ আমদানিকারককে শুল্ক গোয়েন্দা অফিসে তলব করা হয়েছিল। ২৫ ও ২৬ নভেম্বর সকাল থেকে সংস্থার কার্যালয়ে তাদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, অতি মুনাফার অভিযোগে এ রকম মোট ৩৪১ আমদানিকারক প্রতিষ্ঠানের তালিকা করেছে শুল্ক গোয়েন্দা। তারাও নজরদারিতে আছে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের মালিকদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।