• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

করোনা সঙ্কটে ২৮৮৪ কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২০  

করোনাভাইরাস সঙ্কটে কারাগারগুলোর ভার কমাতে ২৮৮৪ সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কারাগারগুলোতে পৌঁছানোর পর তা কার্যকরও শুরু হয়ে গেছে। গতকাল শনিবার প্রথম ধাপে ১৭০ জনকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন।

শনিবার দেশের বিভিন্ন কারাগারে থেকে ১৭০ জনকে মুক্তি দেয়া হয়েছে জানিয়ে কর্নেল আবরার বলেন, বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। ‘লঘুদ-’র ব্যাখ্যায় এই কারা কর্মকর্তা বলেন, বিভিন্ন অপরাধে যাদের সাজা এক বছর এবং তার থেকে কম হয়েছে, তাদের বেলায় এই আদেশ কার্যকর করা হচ্ছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সপ্তাহখানেক লাগবে বলে জানান তিনি। প্রথম দিনে মুক্তিপ্রাপ্তদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত বলে জানান তিনি।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, আমরা ৬ জনকে মুক্তি দিয়েছি। বাকি ৪ জনকে জরিমানা পরিশোধ সাপেক্ষে মুক্তি দেয়া হবে।

তিনি বলেন, সরকার বিশেষ বিবেচনায় লঘুদ-প্রাপ্ত প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত বন্দীকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করা ইতোমধ্যে শুরু হয়েছে। দেশে ৬৮ কারাগারে ৯০ হাজারের মতো বন্দী রয়েছে, যা কারাগারগুলোর ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি। কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি। সেজন্য বন্দীর চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।