• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ট্রেনে করে সারাদেশে পণ্য পরিবহনের কথা চিন্তা করছে সরকার         

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২০  

ট্রেনে করে সারাদেশে পণ্য পরিবহনের কথা ভাবছে সরকার। যেহেতু এখন পরিবহন বন্ধ আছে, রেল এই সুযোগটা নিতে পারে। এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, লাগেজ ভ্যান ট্রেনের মাধ্যমে সারাদেশে পণ্য পরিবহনের কথা ভাবছে সরকার। যেন সারাদেশ থেকে পণ্য নিয়ে আসা যায় সেটা দেখছে সরকার।
সোমবার (৪ মে) সকাল ১১টায় রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পঞ্চগড় জেলায় কথা বলার সময় এ কথা বলেন তিনি।

এর আগে তিনি বলেন, ঈদের আগে যেন সবাই কেনাকাটা করতে পারে সেদিকেও লক্ষ্য রাখছি। যেন সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই কেনাকাটা করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে রেলপথ মন্ত্রণালয় ১ মে থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে লাগেজ ভ্যান দিয়ে তিন জোড়া বিশেষ পার্শেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করে। করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।