• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

জিডিপি প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার তৃতীয় বড়ো অর্থনীতির দেশ ভারতকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।

মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়।


আইএমএফ-এর হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে। এতে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১ হাজার ৮৮৮ ডলার। সেখানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ। এর ফলে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার থেকে কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার।

আইএমএফ-এর প্রতিবেদনে আরো বলা হয় , ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।

সশ্লিষ্টরা জানান, সরকারের সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কারণে প্রবৃদ্ধিতে এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। তাঁরা জানান, প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগীতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।