• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

সরকারি দপ্তরে মজুরি বাড়ল শ্রমিকের 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

সরকারি দপ্তরে দৈনিক ভিত্তিতে যেসব শ্রমিক কাজ করেন, তাদের মজুরি আগের তুলনায় ১০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে নিয়মিত দক্ষ শ্রমিকরা দৈনিক সর্বোচ্চ ৬০০ টাকা মজুরি পাবেন। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে নতুন এই মজুরি ঘোষণা করা হয়েছে।

অর্থ বিভাগের সংশ্নিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ ২০১৬ সালে দিনমজুর বা শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়। চার বছর আগের তুলনায় পণ্যমূল্যসহ সার্বিক ব্যয় এবং করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় নতুন মজুরি ঘোষণা করা হয়েছে। ছয়টি ক্যাটাগরির প্রতিটিতে ১০০ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুনভাবে নির্ধারণ করা মজুরি হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে অবস্থিত সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক নিয়মিত দক্ষ শ্রমিকদের ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকদের ৫৭৫ টাকা মজুরি দেবে। বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকরা ৫৫০ টাকা মজুরি পাবেন।

এ ছাড়া জেলা ও উপজেলায় অবস্থিত সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি হবে ৫৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি হবে ৫০০ টাকা। এ হার ১২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।