• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মুজিব কোট গায়ে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ শেষ দিনের অনুষ্ঠানে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিশেষ অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নরেন্দ্র মোদিসহ অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত জন। এরপর ৫০ জন শিল্পীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানের প্রথম পর্বে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আলোচনা অনুষ্ঠান। এরপর ৩০ মিনিটের বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া এবং স্যোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।