• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

গোবিন্দগঞ্জে পিকনিকের বাস উল্টে ২ জনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১  

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে বাসের নিচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রাকিব পরিবহনের একটি পিকনিক বাস রংপুর অভিমুখে যাওয়ার সময় বেলা সাড়ে ১০টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনটি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে শ্যামলী বেকারির ২ কর্মচারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসটির ১০ যাত্রী গুরুতর আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামের ফিরোজ কবীর (২৬) এবং সোনাতলা উপজেলার আচারেরপাড়া গ্রামের আব্দুল বাকীর ছেলে মোহন মিয়া (১৭)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।