• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

‘বঙ্গবন্ধু-বাপুর চিন্তা ও বার্তা পুরো বিশ্বজুড়ে অনুরণিত হয়’     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উপমহাদেশের দুই মহান নেতা যাদের চিন্তা এবং বার্তা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাতে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পিএমও ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে শুক্রবার রাতে পোস্ট করা ছবিতে দেখা যায়, ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’-এ মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে একসঙ্গে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আমাদের এই উপমহাদেশের দুই মহান নেতাকে স্মরণ করছি, যাদের চেতনা এবং বার্তা পুরো বিশ্বকে অনুরণিত করে।

আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর (বাপু) জীবনের অসামান্য কার্যকলাপ তুলে ধরতেই এই ডিজিটাল এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। দিল্লিতে প্রথম এই ডিজিটাল এক্সিবিশন প্রদর্শন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় এই ডিজিটাল এক্সিবিশন প্রদর্শনীর উদ্বোধন করা হয় শুক্রবার। এরপর বাংলাদেশের বিভিন্ন স্থানে, জাতিসংঘে এবং ২০২২ সালের শুরুর দিকে কলকাতায় প্রদর্শনীর মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।