• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতির দৃষ্টান্ত: জো বাইডেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে, আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতির একটি দৃষ্টান্ত এবং উচ্চাশা ও সুযোগের দেশ। আমি অসাধারণ এ অর্জনের জন্য আপনাকে ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।

আপনাদের  ১০ লাখ রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দেওয়া বিশ্বের সামনে মানবিকতা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সঙ্কটের একটি টেকসই সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অবিচল অংশীদার হিসেবে পাশে থাকবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারেরও আমি প্রশংসা করি এবং গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমার প্রশাসন আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বকে গুরুত্ব দেয়; এবং আমরা বিশ্বাস করি যে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যৌথ অঙ্গীকার শক্তিশালী অংশীদারিত্বের ভিত্তি তৈরি করে। আগামী ৫০ বছর ও আরো বেশি সময় ধরে আমাদের দুই দেশের জনগণের আরো উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই অঙ্গীকারগুলো আরো জোরদার করতে আপনার সাথে কাজ করার প্রত্যাশা করছি।

আমি এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই।