• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

রূপপুরে দ্বিতীয় চুল্লির দৃঢ়তা নিশ্চিত করলো এটোমম্যাস 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি পাত্রের হাইড্রলিক টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে জেএসসি ‘এইএম টেকনোলোজির’ ভল্গোদনস্ক শাখা এটোমম্যাস (রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা এটোমেনার্গোম্যাস)। 

হাইড্রলিক টেস্ট ভূগর্ভস্থ কেসন টেস্ট বেঞ্চে তিন ধাপে করা হয়। চুল্লি পাত্রকে নকশা অনুযায়ী স্থাপন করার আগে একটি সহায়ক রিং স্থাপন করতে হয়। এরপর এতে ভিভিইআর-১২০০ চুল্লি পাত্র রাখা হয়। ৬০০ টন উত্তোলন ক্ষমতার একটি ওভারহেড ক্রেনের মাধ্যমে যন্ত্রাংশটি স্থানান্তর করা হয়। এরপর ১১ মিটার দৈর্ঘ্যের চুল্লি পাত্রকে কেসন বেঞ্চে নির্ভুলভাবে নামিয়ে একটি প্রসেস কভারের সাহায্যে বন্ধ করা হয়। এরপর শ্রমিকরা দেড় মিটার স্টাড যুক্ত করে একটি স্পেশাল বেঞ্চের সাহায্যে এগুলোকে দৃঢ় করে। 

সম্পূর্ণ সিলিং শেষ করার পরে চুল্লি পাত্রে ডিস্টিল পানি ভরে একে ৬৫ ডিগ্রি তাপমাত্রায় ও ২৪.৫ এমপিএ চাপে ১০ মিনিট ধরে রাখা হয়, এটি কাজের চাপের তুলনায় ১.৪ গুণ বেশি। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চুল্লির হাইড্রলিক টেস্টে বেস মেটালের দৃঢ়তা এবং ঝালাইকৃত জয়েন্টগুলো নিশ্চিত হয়েছে। 

এটি একটি লম্বা সিলিন্ডার আকৃতির উপবৃত্তাকার তলবিশিষ্ট পাত্র। এর উপরের অংশটি একটি ঢাকনা দ্বারা দৃঢ়ভাবে আটকানো থাকে এবং এর সঙ্গে ড্রাইভ মেকানিজম, রিয়্যাক্টরের নিয়ন্ত্রণ ও সুরক্ষা এবং নজেলের মাধ্যমে রিয়্যাক্টরের নিয়ন্ত্রণ সেন্সরের তারগুলোকে বাইরে নেয়ার ব্যবস্থা থাকে। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ান নকশা অনুযায়ী নির্মিত হচ্ছে। এর নকশা ও নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ। এই বিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিটে ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হবে। এগুলোর উৎপাদনকাল ৬০ বছর, যা পরবর্তীতে আরও ২০ বছর বর্ধিত করা সম্ভব।