• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

‘দেশেই চিকিৎসার সার্বিক সুবিধা পাচ্ছেন খালেদা জিয়া’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১  

বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন ৪০১ ধারায় নিষ্পত্তি করা হয়ে গেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৬ নভেম্বর) সংসদ অধিবেশনে একথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশেই চিকিৎসার সার্বিক সুযোগ সুবিধা পাচ্ছেন। ৪০১ ধারায় করা বেগম খালেদা জিয়ার আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের সাজা বর্তমানে স্থগিত আছে। বিদেশ যেতে হলে তাকে পুনরায় জেলে গিয়ে আবেদন করতে হবে। এরপর সেই আবেদন বিবেচনার বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হবে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে আবারও সরকারের কাছে আবেদন করেছিলো তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, খালেদা জিয়ার ভাই এ বিষয়ে অনুমতি চেয়ে তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।

এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, বেগম খালেদা জিয়ার ভাই আওয়ামী লীগের অফিসে এসেছিলো। তিনি জানিয়েছেন তার বোনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া জরুরি। আর এই মর্মে তিনি একটি আবেদনও করেছেন। আমরা সেই চিঠিটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এরই প্রেক্ষিতে আজ সংসদে আইনমন্ত্রী একথা বলেন।

প্রসঙ্গত, গত বছরের আগস্টেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিলো। কিন্তু একজন দোষী সাব্যস্ত ব্যক্তির এই সুযোগ পাওয়ার অধিকার নেই উল্লেখ করে সরকার ওই আবেদন প্রত্যাখ্যান করে।