• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

পাটশিল্প রক্ষায় সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: মন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকীকরণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আবদুল লতিফ। জবাবে মন্ত্রী আরো জানান, বর্তমান সরকার পাটশিল্পকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকায়নের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিবর্তে মিলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে বাংলাদেশে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় দুই হাজার ৪০০ মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে দেশে প্রায় এক হাজার ৭০০ থেকে দুই হাজার মিলিয়ন মিটার বস্ত্র উৎপাদিত হয়। বাকি ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি করা হয়।