• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে মাদরাসা সুপারসহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রলির নিচে চাপা পড়ে উলিপুরে সাবেক মাদরাসা সুপার আব্দুল করিম (৭০), ও রাজারহাটে নুরবানু (৭৫) নামের দুজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৪ জুলাই) বিকেলে উলিপুর ও রাজারহাট উপজেলায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম (৭০) উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আউদিয়ারপাড় এলাকার মৃত ইছিমুল্লাহ ব্যাপারীর ছেলে। তিনি জোরসয়রায় হাট দাখিল মাদরাসায় সুপারের দায়িত্বে ছিলেন।

অপরদিকে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের নাজিমখান-পশ্চিমে বাছড়া বাজার সড়কের রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় নুরবানু (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা ওই ইউনিয়নের বাছড়া মন্ডল পাড়া এলাকার আমিনুল ইসলামের মা বলে জানা গেছে।

প্রত‌্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আব্দুল করিম বাকরেরহাট বাজার থেকে বাই সাইকেলে বাড়ি ফেরার পথে বসার বাজার নামক স্থানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড কর‌ে। রমেকে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধার মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।