• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা  হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে  মৎস্য সপ্তাহের  উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট নূরুল ইসলাম সূজন। 

পরে একটি বনাঢ্য রেলি বের করা হয়, র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাষিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় পুলিশ সুপার মো.ইউসুফ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,  সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মৎস্যকর্মকর্তা শাহাজান সিরাজী বক্তব্য রাখেন। এসময় আলোচনা সভা ও র্যালীতে  জেলার সকল মৎস্য চাষী ও মৎস্যজীবিরা অংশ নেন।  

এসময় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলার তিনজন সেরা সেরা মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।